ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এক দিনের সফরে চট্টগ্রাম আসছেন।

বেলা ১১টায় চট্টগ্রাম পৌঁছে নগরীর লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশনের  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে আইইবির চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে।

এই কনভেনশনে সারা দেশের প্রায় পাঁচ হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে আইইবি নেতারা জানিয়েছেন। এবারের কনভেনশনের স্লোগান রাখা হয়েছে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’।

আগামী সোমবার বিকেলে কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষে নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর জানান, ইতিমধ্যে কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কনভেনশনে বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় সেমিনার, স্মারক বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারদের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

আবদুস সবুর আরো জানান, তিন দিনের কর্মসূচির বিভিন্ন পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

আইইবির সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া জানান, কনভেনশনের উদ্বোধনী দিন শনিবার দুপুরে প্রকৌশলী এম এ রশিদ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে ফিয়েস্কার সেমিনারে অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হবে।

রোববার জাতীয় সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে আইইবির বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার শেষ দিনে জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি থাকবেন।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়