ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজও অনেকে কোরবানি দিচ্ছেন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজও অনেকে কোরবানি দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : ঈদের পরের দিনও রাজধানীর বিভিন্নস্থানে পশু কোরবানি করা হচ্ছে।

রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী, বংশাল, নয়াবাজারসহ বিভিন্নস্থানে গিয়ে দেখা যায়, অনেকে কোরবানি দিচ্ছেন। ঈদের দিন পশু কোরবানির রেওয়াজ থাকলেও পরের দুই দিনও কোরবানি দেয়া যায়। বিভিন্ন কারণে যারা ঈদের দিন দিতে পারেননি, তারা পরের দু্ই দিন দিয়ে থাকেন।

বংশালে কথা হয় মাসুদুর রহমানের সঙ্গে। তিনি জানান, ঈদের দিন কসাই না পাওয়ায় আজ কোরবানি দিচ্ছেন। বর্জ্য তারা নিজেরাই অপসারণ করে ফেলবেন।

আজ যারা কোরবানি দিচ্ছেন, তারা অধিকাংশই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন। তারপরও কোথাও বর্জ্য থাকলে তা সিটি করপোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হচ্ছে।


রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়