ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আটককৃতরা কেউ ছেলেধরা নয় : পাবনার এসপি

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আটককৃতরা কেউ ছেলেধরা নয় : পাবনার এসপি

পাবনা প্রতিনিধি : ছেলেধরা গুজবের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পাবনার জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, কয়েক দিনে ছেলেধরা সন্দেহে যাদের আটক করা হয়েছে, তারা কেউ ছেলেধরা নয়। তারা অধিকাংশ মানসিক রোগী বা শ্রমিক।

বৃহস্পতিবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামীমা আক্তার, পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইবনে মিজানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।

সভায় পুলিশ সুপার বলেন, পাবনা জেলা পুলিশের সব ইউনিট ছেলেধরা আতঙ্ক ও গণপিটুনি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কয়েক দিনে বিভিন্ন স্থান থেকে ছেলেধরা সন্দেহে যাদের আটক করা হয়েছে, তদন্ত করে দেখা গেছে তাদের কেউ পরিত্যক্ত বোতল কুড়ায়, কেউ মানসিক রোগী বা শ্রমিক। 

তিনি আরো জানান, জেলার সকল থানা এলাকায় গুজবে বিভ্রান্ত না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে মাইকিং অব্যাহত আছে। মসজিদের ইমামদের গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক বক্তব্য দেয়ার জন্য বলা হয়েছে।

পুলিশ সুপার গুজব নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।


রাইজিংবিডি/পাবনা/২৫ জুলাই ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়