ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘদিন ধরে ঝূঁকিপূর্ণ থাকা আদালত ভবনের একটি কক্ষের ছাদের পলেস্তারার কিছু অংশ খসে পড়েছে। তবে কক্ষের ভেতর কেউ না থাকায় হতাহতের  কোনো ঘটনা ঘটেনি।

সোমবার দুপুর ১ টার দিকে আদালতের বিচারিক কার্যক্রম চলার সময় এ ঘটনা ঘটে বলে জানান কুতুবদিয়ার ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, কুতুবদিয়ার আদালত ভবনটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় গত ৫/৬ বছর আগ থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে। তারপরও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এ ভবনটিতে বিচারিক কার্যক্রম চালানো হচ্ছিল।

তিনি বলেন, সোমবার দুপুরে আদালতে বিচারকি কার্যক্রম চলার সময় বিচারকের পাশের কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খসে পড়ে। কক্ষটিতে বিচারিক কার্যক্রমের নথিপত্র রাখা হতো। তবে ঘটনার সময় কক্ষটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবারের অপ্রীতিকর এ ঘটনাটিও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে বলে জানান ইউএনও মোস্তাফিজুর।



রাইজিংবিডি/কক্সবাজার/১৭ এপ্রিল ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়