ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আনসার হত্যা ও অস্ত্র লুটের মূল সন্দেহভাজন গ্রেপ্তার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনসার হত্যা ও অস্ত্র লুটের মূল সন্দেহভাজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্প কমান্ডার পিসি আলী হোসেন হত্যা ও অস্ত্রের লুটের প্রধান সন্দেহভাজন রোহিঙ্গা ডাকাত নুর আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম উখিয়ার কুতুপালং এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে নুর আলম নিয়ে আনসার ক্যাম্পের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে টেকনাফের আনসার ব্যারাকে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডার আলী হোসেনকে হত্যা করে এবং এ সময় লুট করা হয় দুটি এসএমজি, পাঁচটি রাইফেল, চারটি শটগান ও ৬৭০ রাউন্ড গুলি। অস্ত্র ও গুলি লুটের মূল সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক নুর আলম।

এরপর চলতি বছরের ৯ জানুয়ারি উখিয়ার কুতুপালং এলাকা থেকে রোহিঙ্গা খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের নিয়ে নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৫টি অস্ত্র ও ১৮৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



রাইজিংবিডি/কক্সাবজার/২৮ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়