ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে শীতে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে শীতে ১৭ জনের মৃত্যু

আফগানিস্তানে শনিবার প্রবল শীতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিস্তৃত অংশে গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত ও বৃষ্টি অব্যাহত রয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

আফগান আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে চরম আবহাওয়া নতুন কিছু নয়। তবে চলতি বছর আবহাওয়া অতি চরম রূপ ধারণ করেছে।

শীতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনও মৃতের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছে।

সংস্থার মুখপাত্র তামিম আজিমি বলেন, ‘আমরা এ ধরণের বাজে শৈত্যপ্রবাহ আশা করি নি। প্রবল তুষারপাতে মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে এর সঠিক সংখ্যা আমাদের জানা নাই’।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়