ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে দলে আবু হায়দার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানের বিপক্ষে দলে আবু হায়দার

ক্রীড়া প্রতিবেদক : বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচের জন্য দলে নিয়েছে বাংলাদেশ।

শনিবার সন্ধায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

রোববার মিরপুর শের-ই-বাংলায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়েকে তিন উইকেটে হারায় সাকিবের দল।

শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরে চলে জাতীয় দলের অনুশীলন। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে আবু হায়দার রনিকে।

স্কোয়াডে একাধিক পেসার থাকতেও নতুন করে রনিকে দলে নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘ও পরিকল্পনায় আছে। যদি খেলানোর দরকার হয় টিম ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত নিতে পারে।’ তবে জানা গেছে, পিঠ ও পাঁজরের চোটে পড়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত। ত্রিদেশীয় সিরিজে তার খেলা অনিশ্চিত। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। 

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি দলে ছিলেন রনি। ছিলেন ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলেও।  ১৩ টি-টোয়েন্টিতে ছয় উইকেট পেয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য আগেই ১৩ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। সেখানে ১৪তম সদস্য হিসেবে যুক্ত হলেন রনি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়