ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফগানিস্তানের ভালোমানের খেলোয়াড়রা ভয়ঙ্কর : সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানের ভালোমানের খেলোয়াড়রা ভয়ঙ্কর : সাকিব

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট কেমন হবে তা নিয়ে অনেক কথা হচ্ছে।  অধিনায়ক সাকিবের এসব কথা মোটেও পছন্দ হচ্ছে না।

তার মতে, স্বাগতিক দল কেমন উইকেট প্রস্তুত করতে যাচ্ছে তা পরিকল্পনার একটা অংশ।  উইকেট নিয়ে গণমাধ্যমে কথা বলার পক্ষপাতি নন তিনি।  রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘উইকেট নিয়ে চাওয়া-পাওয়ার একটা বিষয় তো থাকবেই। এটা টিম ম্যানেজম্যান্ট আর খেলোয়াড়দের মধ্যে থাকাই ভালো।  ফলাও করে বলার কিছু নেই।  এটা দলের পরিকল্পনার অংশ। বাইরে না যাওয়াই ভালো। ’

নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।  প্রতিপক্ষ যখন আফগানিস্তান তখন বাড়তি সতর্ক থাকতে হবে।  সীমিত পরিসরে আফগানিস্তানের বিপক্ষে হারের তিক্ত স্বাদ একাধিকবার পেয়েছে বাংলাদেশ। এবার লড়াইটা সাদা পোশাকে।  ওদেরকে হারাতে ব্যক্তিগত পারফরম্যান্স থেকে দলগত পারফরম্যান্স পেতে মুখিয়ে অধিনায়ক সাকিব। 

‘চ্যালেঞ্জ তো থাকে সব সময়ই। আফগানিস্তান যেভাবে উন্নতি করেছে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জই। তাদের বেশ কিছু ভালোমানের খেলোয়াড় আছে যারা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে।’

‘আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং দল হিসেবে ভালো খেলতে হবে।  ব্যক্তিগত দুই একটি পারফরম্যান্স দিয়ে জেতার সুযোগ খুব বেশি একটা থাকবে না। ’- বলেছেন সাকিব।

বাংলাদেশ দলে সাকিব যেমন সবথেকে বড় তারকা, আফগানিস্তান শিবিরের সবথেকে বড় তারকা রশিদ খান।  তাকে সামলানো কঠিন হবে বলে মনে করছেন সাকিব। তবে অভিজ্ঞতায় সাকিব এগিয়ে রাখলেন বাংলাদেশের স্পিন আক্রমণকে,‘অভিজ্ঞতার দিক থেকে যদি বলি, আমরা স্পিন আক্রমণে এগিয়ে থাকব।  কিন্তু ও (রশিদ খান) ওয়ার্ল্ডক্লাস বোলার।  ডিনাই করা যাবে না যে ওরা পরীক্ষিত খেলোয়াড়।  যদিও শর্টার ফরম্যাটে খেলেছে। যেহেতু ওখানে সফলতা পেয়েছে কোনো কারণ নেই যে এখনে সফল হতে পারবে না। ’

দলটির বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু মাথায় আনছেন না অধিনায়ক,‘যে কোনো দলের বিপক্ষে খেলতে গেলে আমরা এখন চিন্তা করি যে আমাদের এখন জিততে হবে।  আফগানিস্তানের বিপক্ষেও আমাদের একই চিন্তা।  আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না।  আমরা জেতার জন্য খেলবে।  যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করবো। ’


রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়