ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবার সাদা পোশাকে ফিরছেন মাশরাফি!

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার সাদা পোশাকে ফিরছেন মাশরাফি!

মাশরাফি বিন মুর্তজা

আব্দুল্লাহ এম রুবেল : কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আবারও টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামবেন এমন আশা হয়তো তিনি নিজেও করেন না।

তবে সাদা পোশাকে খেলার সুযোগ পেলে হাতছাড়া করবেন কেন? আসন্ন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে আবারও সাদা পোশাকে খুলনার হয়ে মাঠে নামতে পারেন তিনি। তিনি খেলতে চান এমনটা জানিয়ে দিয়েছেন এরই মধ্যে বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের। সে হিসেবে জাতীয় ক্রিকেট লিগে খুলনার প্রাথমিক ২০ সদস্যের দলে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা থাকলেও পেছানোরও সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরের আগে অন্তত দু’টি ম্যাচ খেলতে চান মাশরাফি। সব ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে তিন বছর পর জাতীয় লিগে মাঠে নামা হবে তার।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর ও হাই পারফরমেন্স টিমের ইংল্যান্ড সফরের কারণে জাতীয় লিগে অংশগ্রহণকারী কয়েকটি দল লিগ পেছানোর জন্য আবেদন জানিয়েছে। যদিও জাতীয় ক্রিকেট লিগ পেছানো নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবির টুর্নামেন্ট কমিটি।



এদিকে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২ অক্টোবর শেষ হবে টাইগারদের টেস্ট সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে টিম যাবে দক্ষিণ আফ্রিকায়। মাশরাফি যেহেতু টেস্ট দলে থাকছেন না, তাই সে সময়টাকে কাজে লাগাতেই ম্যাচ খেলতে চান তিনি।

অস্ট্রেলিয়া সিরিজে দু’টি টেস্ট ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ম্যাচ খেলার কারণে অধিকাংশ জাতীয় দলের ক্রিকেটারই থাকছেন খেলার মধ্যে। আর দীর্ঘদিন কোন ধরনের ম্যাচের মধ্যে নেই টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে ম্যাচের মধ্যে রাখতেই জাতীয় ক্রিকেট লিগে খেলতে চেয়েছেন তিনি। খুলনা বিভাগীয় দলের সহকারি কোচ মনোয়ার আলী মনু রাইজিংবিডিকে জানিয়েছেন, মাশরাফি তাকে ফোন করে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। সে হিসেবেই প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে।

শেষ পর্যন্ত মাশরাফি মাঠে নামলে তিন বছর পর জাতীয় লিগে ফেরা হবে তার। সর্বশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০১৪ সালের ৩০ ফেব্রুয়ারি খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।

খুলনার প্রাথমিক দল : মাশরাফি বিন মুর্তজা, খান আব্দুর রাজ্জাক, মোঃ মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, শেখ রবিউল ইসলাম, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, অমিত মজুমদার, আব্দুল হালিম, বিশ্বজিৎ হালদার, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক ইফতেখার রাহি, রবিউল ইসলাম রবি, হাসানুজ্জামান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেইন, মেহেদী হাসান, মাহমুদুল হক সেতু ও আশিকুজ্জামান।




রাইজিংবিডি/খুলনা/৯ সেপ্টেম্বর, ২০১৭/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়