ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আবারও উনের দেখা চান ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও উনের দেখা চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে উনের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে চান বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এর আগে গত সোমবার উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা সেপ্টেম্বরের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়।

গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো ট্রাম্প ও উনের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর নিরস্ত্রীকরণ বিষয়টি এগিয়ে নিতে ভিয়েতনামে দুই নেতার মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। সর্বশেষ গত জুনে দুই কোরিয়ার সীমান্তে পানমুনজমের অসামরিকায়িত অঞ্চলে তৃতীয় দফায় তাদের বৈঠক হয়।

নীতি বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সরিয়ে দেওয়ার পর ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনা শুরুর প্রচেষ্টা অগ্রগতি হতে পারে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়