ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবারও নিষিদ্ধ হতে পারেন ধনঞ্জয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও নিষিদ্ধ হতে পারেন ধনঞ্জয়া

ক্রীড়া ডেস্ক : গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। তখন বায়োমেকানিক্যাল পরীক্ষায় পাস করতে না পেরে সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে বোলিংয়ের সময় আবারও ধনঞ্জয়ার বোলিং নিয়ে প্রশ্ন উঠে। অভিযোগ প্রমানীত হলে আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন লঙ্কান এ স্পিনার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্টে শ্রীলঙ্কার জয়ে অনন্য অবদান রাখেন ধনঞ্জয়া। তবে গল টেস্টের পরই শ্রীলঙ্কান এ লেগ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন ফিল্ড আম্পায়াররা। তার সঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসনের বোলিং নিয়েও অভিযোগ উঠেছে। গল টেস্টে মাত্র ৩ ওভার বোলিং করেছিলেন উইলিয়ামসন।

গল টেস্ট জয়ে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আকিলা ধনঞ্জয়া। ম্যাচের প্রথম ইনিংসে ৩০ ওভার বোলিং করে ৫ উইকেট শিকার করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার বল করে শিকার করেন এক উইকেট। আম্পায়াররা আকিলা ধনঞ্জয়া ও উইলিয়ামসনের বোলিং অ্যাকশন সমস্যার কথা দুই দলের ম্যানেজারকে জানানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেন। নিয়ম মতো আগামী ১৪ দিনের মধ্যে দুই ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার ফলাফল হাতে আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তারা। সেই হিসাবে আগামী বৃহস্পতিবার কলম্বোয় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন দুই ক্রিকেটার।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়