ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবারো ৩ মাস সময় চাইলেন ব্যবসায়ী নূর আলী

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো ৩ মাস সময় চাইলেন ব্যবসায়ী নূর আলী

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির না হয়ে আবারো সময় চেয়ে আবেদন করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী।

এবারের আবেদনেও তিন মাস সময় চেয়ে রোববার দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূঞা বরাবর পাঠিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময়ের আবেদন করলেন নূর আলী।

১৪ তলার অনুমতি নিয়ে ডিসিসির বনানী মার্কেট ৩০ তলা ভবন নির্মাণ করার অভিযোগ অনুসন্ধানে তাকে তলব করে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডি বলেন, চিঠিতে তিনি অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহের জন্য সময়ের আবেদন করেছেন। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২২ জুলাই প্রথম দফায় চিঠিতে ৩১ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে হাজির না হয়ে তিন মাসের সময় চেয়েছিলেন তিনি। যদিও দুদক তাকে ২৫ দিনের সময় দিয়ে ২৫ আগস্ট হাজির হতে তলবি নোটিশ দেওয়া হয়।

মোহাম্মদ নূর আলী বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।

দুদক জানায়, ১৯৯৮ সালে বনানী সিটি করপোরেশন মার্কেটে বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড ১৪ তলার অনুমতি নেয়। কিন্তু ওই কোম্পানিটি পূর্বানুমতি ছাড়াই ৩০ তলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/ এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়