ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আব্বু হঠাৎ চিৎকার দিয়ে উঠলো’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আব্বু হঠাৎ চিৎকার দিয়ে উঠলো’

বিখ্যাত বাবার বিখ্যাত সন্তান। বাবা এ দেশের চলচ্চিত্রে কিংবদন্তীসম অভিনেতা। মেয়ে শ্রোতাপ্রিয় গায়িকা। বিশ্ব বাবা দিবসে আঁখি আলমগীর বললেন বাবার সঙ্গে শৈশবের মধুর কিছু স্মৃতিকথা। 

এক সময় বাবা-মেয়ে নিয়ম করে প্রতি বছর ঘুরতে যেতেন। এখন ব্যস্ততায় মেলে না অবসর। আঁখি আলমগীর বলেন, ‘আমি খুব ঘুরতে পছন্দ করি! সেই ছেলেবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত বছরে একবার আমাদের ফ্যামিলি হলিডে হতো। লম্বা সময় ধরে আমরা কোথাও বেড়াতে যেতাম। কখনও একমাস, আবার কখনও দুইমাস দেশের বাইরে থাকতাম। সেই সময়গুলো অন্যরকম এক ঘোরলাগা আনন্দে কেটে যেতো! আব্বু ছিলেন এর আয়োজক। যদিও তখন আব্বুকে ভীষণ ব্যস্ত সময় কাটাতে হতো। কিন্তু ট্যুরে গেলে তার সান্নিধ্য আমরা উপভোগ করতাম।’

এখন কি আর সে রকম ফ্যামিলি ট্যুর হয় না? প্রশ্ন করতেই আঁখি বললেন, ‘হয়। কিছুদিন আগেও আব্বু আর আমার মেয়েরা কলকাতা বেড়িয়ে এসেছে। আগের মতো ওরকম আর আনন্দ হয় না। এখন স্বল্প সময়ের জন্য যাওয়া হয়। এ বছরও যাওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু করোনার কারণে হলো না। এজন্য আমাদের খুব মন খারাপ!’
 


বাবার সঙ্গে শৈশব-স্মৃতি প্রসঙ্গে আঁখি বলেন, ‘শৈশব আমি খুব মিস করি! পুরনো দিনের অ্যালবাম দেখলে এখনও শৈশবে ফিরে যাই। আমি ছোটবেলায় অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছিলাম। আমরা তিন ভাইবোন সন্ধ্যায় পড়তে বসেছি। আব্বু টিভির সাউন্ড কমিয়ে খবর দেখছেন। হঠাৎ আব্বু জোড়ে চিৎকার দিয়ে বললেন- আঁখি কই? সবাই দৌড়ে আব্বুর কাছে চলে গেলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরে গালে, কপালে চুমু খেতে লাগলেন। অথচ আমি কিছুই বুঝতে পারছি না। সবার তখন একটাই কথা- কী হয়েছে আগে বলবে তো? তখন আব্বু বললেন, আঁখি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে! সেদিন আব্বুর  আনন্দ দেখে কে! এখনও ভুলতে পারি না। অথচ আমার তখনও বোঝার বয়সই হয়নি ন্যাশনাল অ্যাওর্য়াড কী বা কত বড়?’

শিশুশিল্পী হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড! বাবা অভিনেতা- সব মিলিয়ে আপনারও অভিনয়ে আসাটাই ছিলো স্বাভাবিক। কিন্তু আপনি হাঁটলেন সংগীতের পথে। এখানে বাবার প্রেরণা কতটুকু? আঁখি বলেন, ‘আব্বু গান গাইতে কখনও বাধা দেননি। বরং উৎসাহ দিয়েছেন। বাকিটা নিজেকেই করতে হয়েছে। আমাকে গান শেখানো হয়েছে ঘরে গান শোনার জন্য। বিষয়টি প্রফেশনালি করবো এটা কেউ চায়নি। কিন্তু আব্বু বরাবরই উৎসাহ দিয়েছেন।’

 

ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়