ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না'

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না'

নিজস্ব প্রতিবেদক : আমরা নিজেরা নিজেদেরকে এত ছোট কেন করছি? আমার ছেলেদেরকে কেউ খারাপ বলতে পারবেন না এমন কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে গণভবনে চীন সফর শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খেলা চলাকালিন আমি চীনে ছিলাম। তবে আমি সেখানে বসেও খেলা দেখেছি। আমার জন্য খেলা দেখার সব ব্যবস্থা করা হয়েছিল। আমি যেমন অফিসিয়াল কাজও করেছি, খেলাও দেখেছি। হয়ত এক পার্ট দেখেছি, অন্য পার্ট দেখিনি। আমাদের ছেলেদের যে আত্মবিশ্বাস দেখেছি, সেটা প্রশংসাযোগ্য।'

তিনি বলেন, 'বিশ্বকাপে এতগুলো দেশ খেলল। কিন্তু চারটি টিম সেমিফাইনালে গেল। তার মানে কী বাকি সবগুলো দলই খারাপ খেলেছে? আমার ছেলেদেরকে কেউ খারাপ বলতে পারবেন না।'

তিনি বলেন, ‘বাংলাদেশের খেলায় যথেষ্ট উন্নতি করেছে। বিশ্বের নামি দামি দলের সঙ্গে খেলা কিন্তু কম কথা না। বিশ্বকাপে বাংলাদেশ টিমের পারফরম্যান্স অনেক চমৎকার ছিল। আমাদের সাকিব বিশ্বে একটা স্থান করে নিয়েছে, মোস্তাফিজ একটা স্থান করে নিয়েছে।'

প্রধানমন্ত্রী ক্রিকেট টিমের প্রশংসা করে বলেন, ‘আমি আমাদের ছেলেদের প্রশংসা করছি। কারণ, তারা যেভাবে সাহসের সাথে সব বড় বড় দলের সঙ্গে খেলেছে। আমি মনে করি খেলা এমন একটা জিনিস, এখানে সবসময় ভাগ্য লাগে।


রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৯/হাসিবুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়