ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমি চাপের মধ্যেই ভালো খেলি’

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমি চাপের মধ্যেই ভালো খেলি’

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে খুলনা বিভাগ। আসরের একেবারে শেষ ম্যাচে এসে অধিনায়কত্বের দায়িত্ব পান নুরুল হাসান সোহান।

যে দল নিয়ে খুলনা শুরু করেছিল টুর্নামেন্ট, শেষ ম্যাচে এসে সেই দলের অনেকেই ছিলেন না। অনেকটা ভাঙাচোরা দল নিয়েই শেষ ম্যাচে ঢাকা বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় খুলনা।

আর এই ম্যাচে জয়ের নায়ক খুলনার লোকাল হিরো নুরুল হাসান সোহান। ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে এই জয় বা শিরোপার জন্য দলের প্রত্যেককে কৃতিত্ব দিলেন তিনি।

সোহান জানিয়েছেন, মিস করেছেন নিয়মিত অধিনায়ক রাজ্জাককে। এই ম্যাচে নিজের সেঞ্চুরি দলের জয়ে অবদান রেখেছে তাতেই খুশি তিনি, ‘২০ রান করেও যদি দলের জয়ে অবদান রাখা যায় তাতেই আমি খুশি। হ্যাঁ, সেঞ্চুরি করলে একটু অন্যরকম ভালোলাগা কাজ করে, কিন্তু দলের জয়ে অবদান রাখতে পেরেছি এজন্যই আমি খুশি।

শেষ ম্যাচে শিরোপার খুব কাছে থেকেই শুরু করেছিল খুলনা। তবে সেটাও কম চ্যালেঞ্জের ছিল না অধিনায়কের কাছে, ‘সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই যারা নিজেদের শতভাগ দিবে তারাই জয় পাবে। আমরা এই ম্যাচেও জয়ের চিন্তা করেই মাঠে নেমেছি। সবাই সেরাটা দিতে পেরেছে বলেই ম্যাচ জিততে পেরেছি। দল হিসেবে খেলতে পারাটাই গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচে দল হিসেবে খেলতে পেরেছি বলেই আমার মনে হয়।’

রাজ্জাকসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে এই ম্যাচে খুলনা পায়নি। তবে তাদের অনুপস্থিতিতে অন্যরা দায়িত্ব নিতে পেরেছেন বলে স্বস্তি অধিনায়কের, ‘সত্যি কথা বলতে, উইকেট টেকিং অপশনটা আমাদের টিমে ওভাবে এখনো আসেনি, যখনই উইকেট দরকার তখনই রাজ (রাজ্জাক) ভাই উইকেট নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের একটা অভাব ছিল। তবে যারা আমরা খেলেছি, তারা দায়িত্বটা নিতে পেরেছি, জিয়া ভাই খুব ভালো বোলিং করেছে, হালিম ভালো বল করেছে। হ্যাঁ, একটু মাথায় ছিল ব্যাপারটা, যেহেতু রাজ ভাই খেলছে না, একটু কঠিন হবে, তবে আমার কাছে মনে হয় বোলাররা তাদের কাজটা ঠিকমতো করতে পেরেছে।’

শিরোপা জয়ে নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে সোহান বলেন, ‘চ্যাম্পিয়ন জিনিসটাই অন্যরকম। চ্যাম্পিয়ন হওয়া যেকোনো ক্রিকেটারের জন্য অন্যরকম অবস্থান তৈরি করে। আমরা সপ্তমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হলাম, এটা অবশ্যই গৌরবের ব্যাপার। ভবিষ্যতে এই পারফর্মটা আমরা অব্যাহত রাখতে চাই।’

তবুও সবকিছু মিলে অধিনায়ক হিসেবে কিছুটা চাপ ছিল সোহানের ওপর। তবে সোহানের কথা চাপ নিতেই তিনি পছন্দ করেন, ‘আমার কাছে মনে হয় আমি চাপের মধ্যেই সব সময় ভালো খেলি। বিসিএলেও অধিনায়কত্ব করেছি। শেখ জামালেও তিন বছর ধরে অধিনায়কত্ব করছি। আমার কাছে মনে হয়, আমি চাপটা খুব বেশি উপভোগ করি, এই চ্যালেঞ্জ নেওয়াটাই আমার কাছে বড় জিনিস।’



খুলনা/রুবেল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়