ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আরএকে সিরামিকসের ডিভিডেন্ড ঘোষণা

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরএকে সিরামিকসের ডিভিডেন্ড ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি (Consolidated) আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭২ টাকা। শেয়ারপ্রতি (Consolidated) প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৪ টাকা এবং শেয়ারপ্রতি (Consolidated) কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ দশমিক ২৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি ২০১৫ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আজ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হলো।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়