ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আরএসআরএমের ৫০০ কোটি টাকা মূলধন অনুমোদন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরএসআরএমের ৫০০ কোটি টাকা মূলধন অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) অনুমোদিত মূলধন বাড়িয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুমোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৫৩তম সভায় কোম্পানির অনুমোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার প্রস্তাব করে কোম্পানি। তবে পরে তা বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়।

সর্বশেষ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ৯ মাসে (জুলাই-মার্চ)  ইপিএস ৬ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। আর সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮৪ পয়সা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়