ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আরেক ছেলেকে জ্বালানি মন্ত্রী করলেন সৌদি বাদশাহ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরেক ছেলেকে জ্বালানি মন্ত্রী করলেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : এবার এক ছেলেকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন সৌদি বাদশাহ সালমান। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটিতে এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো সদস্যকে নিয়োগ দেওয়া হলো।

রোববার রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নতুন মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান যুবরাজ মোহম্মদের সৎভাই। দুই ভাইয়ের সম্পর্ক ঘনিষ্ঠ নয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

২০১৭ সাল থেকে আব্দুল আজিজ জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সুবাদে দেশটির জ্বালানি খাত নিয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার। এই দপ্তরের মন্ত্রী খালিদ আল ফালিহকে সরিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হলো। খালিদ সরকারি তেল উৎপাদন প্রতিষ্ঠান আরামকোর প্রধান নির্বাহী ছিলেন। কয়েক দিন আগে ওই পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এমন সময় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি জ্বালানি মন্ত্রীর পদ পরিবর্তনের ঘোষণা দিলো যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ মার্কিন ডলারে এবং পরিশোধিত তেলের দাম ৮০ থেকে ৮৫ ডলারে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, তেলের দামের এই পড়তির কারণে সৌদি বাজেটে এখন ভারসাম্য আনতে হবে।


রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়