ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আর্জেন্টিনা-চিলি ম্যাচ ড্র

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনা-চিলি ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক : দুই দক্ষিণ আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনা ও চিলির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

গত জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচে দুই দলের কেউই জাল খুঁজে পায়নি।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ছিলেন না সার্জিও আগুয়েরো আর অ্যাঙ্গেল ডি মারিয়াও।

পাওলো দিবালা ও লতারো মার্টিনেজ প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি।

এ ছাড়া লুকাস মার্টিনেজের একটি প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। চিলির হয়ে সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলেন সিজার পিনারেস।

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে নিজেদের পরের প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর চিলি খেলবে হন্ডুরাসের সঙ্গে।


রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়