ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আলোচিত ঠিকাদার দম্পতির হিসাব চেয়েছে দুদক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোচিত ঠিকাদার দম্পতির হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় আলোচিত ঠিকাদার আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রাণী ভৌমিকের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আকাশ কুমার ভৌমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তালুকদার অ্যান্ড  কোম্পানির ও তার স্ত্রী পপি রাণী ভৌমিক মেসার্স প্রভাতি অ্যান্ড  কোম্পানির মালিক। 

আকাশ কুমার ভৌমিক বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজারের রায়ের কান্দি গ্রামে। সাবেক ত্রাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জাল হোসেন চৌধুরীর ছেলের ঘনিষ্টজন হিসেবে তৎকালীন সময়ে বেশ প্রভাবশালী ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তৎকালীন সময়ে মন্ত্রীর নাম ভাঙিয়ে অবৈধভাবে টিআর, কাবিখা ও জিআরের বিশেষ বরাদ্দ, ব্রিজ, কালভার্ট, বন্যা আশ্রয় কেন্দ্র ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা। হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ছিল। ২০১৬ সালে এমন অনেক অভিযোগ দুদকে জমা হয়েছিল বলে জানা যায়। এর অংশ হিসেবে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক সম্পদের নোটিশে তাদেরকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক নোটিশ তাদের ঢাকার কদমতলীর বর্তমান ঠিকানা ওই তলবি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করছেন।


রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়