ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আস্থা অর্জনে ইসির চ্যালেঞ্জ নিতে হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আস্থা অর্জনে ইসির চ্যালেঞ্জ নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বর্তমান নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

শামসুল হুদা বলেন, ‘সদ্য গঠিত নির্বাচন কমিশনকে বিদায়ী কমিশনের তৈরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যর্থ হলে দেশে ভয়ংকর অবস্থার সৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দক্ষ হতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ইসিকে সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার মনোভাব দেখাতে হবে।’

প্রাক্তন এ সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রায় হাজার কর্মকর্তাকে ক্যাডার সার্ভিসের আওতায় আনা দরকার। কর্মকর্তারা নিজেরা শক্তিশালী না হলে নির্বাচন কমিশনও শক্তিশালী হবে না। নির্বাচনের স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ আয়োজন করতে হবে।

সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, ‘সার্চ কমিটির কাছে অনেক আশা ছিল। তাদের রেসপন্স আমরা জানতে পারিনি। তারা কী প্রস্তাব দিলেন, আর কী কমিশন গঠন হলো। আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন সফল হবে। যদি তারা সফল না হন, তবে দেশে ভয়ংকর অবস্থার সৃষ্টি হবে।’

এ সময় প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রাক্তন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/আসাদ/হাসান/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়