ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আয়কর অধ্যাদেশের ১৭৪ ধারা পুনর্বহাল দাবি

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়কর অধ্যাদেশের ১৭৪ ধারা পুনর্বহাল দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ১৭৪ ধারার পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন সিলেটের কর আইজীবীরা।

তারা বলছেন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ ‘এফ’ প্রভাইসোটি বাতিল করলে আয়কর পেশাজীবীদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে ও রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য তারা প্রজ্ঞাপনটি অবিলম্বে বাতিলের আহ্বান জানান।

বুধবার দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ঘোষিত বাজেটে ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ ‘এফ’ প্রভাইসোটি বাতিলের প্রস্তাব করা হয়েছে, তা কার্যকর হলে অবসরপ্রাপ্ত ‘স্বার্থান্বেষীরা’ সুবিধা ভোগ করবেন এবং নিয়ন্ত্রণহীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করবেন। যার ফলে সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হবে। এজন্য তারা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সোলেমান হোসেন খাঁন, আলী আকবর, মৌলভীবাজার কর আইনজীবী সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বিটিএল’র উপ-সচিব বদরুল হোসেন, খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/সিলেট/২৬ জুন ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়