ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ই-ভোটিংয়ের প্রস্তাব কারচুপির নতুন পদ্ধতি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ই-ভোটিংয়ের প্রস্তাব কারচুপির নতুন পদ্ধতি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে পুরোনো ভোট পদ্ধতির পরিবর্তে ই-ভোটিংয়ের প্রস্তাবকে আওয়ামী লীগের ‘কারচুপির নতুন পদ্ধতি’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি ই-ভোটিং নিয়ে এই মন্তব্য করেন।

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসি গঠনের আইন প্রনয়ণসহ বেশ কয়েকটি সুপারিশ করেন। এর মধ্যে আগামী নির্বাচনে ই-ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণের সুপারিশ রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকার ই-ভোটিং পদ্ধতিতে করতে চায়। এটা আওয়ামী লীগের ভোট কারচুপির নতুন পদ্ধতি।’

ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, এই সরকারের প্রত্যেকটি আইন গণবিরোধী এবং দুর্নীতি করতেই নতুন আইন করে।

তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ওই কমিশনের ওপর বিএনপি ও ২০ দলীয় জোটসহ দেশের সব রাজনৈতিক দলের আস্থা থাকতে হবে। অন্যথায় সেটা হবে এক দলীয় কমিশন।’

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে চলছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দাবিকে উড়িয়ে দিয়ে বিএনপি এই নেতা বলেন, উন্নয়ন নয়, দুর্নীতির মহাসড়কে চলছে দেশ।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এতেই প্রমাণিত হয়, তারা (আওয়ামী লীগ) দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়ন হয়েছে শুধু সরকারের এমপি-মন্ত্রীদের।’

সরকারের তিন বছর পুর্তিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষুধার জ্বালায় মা তার সন্তানকে হত্যা করছে। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক। ৩ বছর ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। এই লজ্জা আমরা কোথায় রাখি?’

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য ‘মিথ্যাচার, অসত্য ও বানোয়াট’ মন্তব্য করে রিজভী বলেন, ‘এই বক্তব্যে তার দলের নেতা-কর্মীদের সন্তুষ্ট করতে পারে। কিন্তু জনগণ তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বক্তব্য শুনে মলিন হাসি হেসেছে। তারা হতাশ।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি অধ্যাপক রেহানা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৬/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়