ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইউএন ভলান্টিয়ারে যুক্ত হলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএন ভলান্টিয়ারে যুক্ত হলো বাংলাদেশ

জাতিসংঘের ভলান্টিয়ার কর্মসূচিতে যুক্ত হলো বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশই প্রথম এ কর্মসূচিতে যুক্ত হয়েছে।

সেই সঙ্গে প্রথমবারের মতো বিসিএস কর্মকর্তারা যুক্ত হচ্ছে।

এর আওতায় প্রতিবছর ১০ জন কর্মকর্তা জাতিসংঘে কাজ করার সুযোগ পাবেন। সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের  এক বছরের জন্য আটটি দেশে পোস্টিং দেয়া হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং ইউএন ভলান্টিয়ার প্রোগ্রামের আঞ্চলিক প্রধান সেলিনা মিয়া।

এ কর্মসূচির আওতায় সরকারের নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা জাতিসংঘের ভলান্টিয়ার কর্মসূচীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সুলতানা আফরোজ বলেন, নিজেরাই নিজেদের অর্থায়নে জাতিসংঘের কর্মসূচীতে অংশগ্রহণ করছি। এটি একটি মাইল ফলক।

সেলিনা মিয়া বলেন, এটি জাতিসংঘের একটি সৃজনশীল আইডিয়া। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে এ কর্মসূচি বিশেষ অবদান রাখবে।

 

ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়