ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউএস ওপেনের সেমিফাইনালে নাদাল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএস ওপেনের সেমিফাইনালে নাদাল

ক্রীড়া ডেস্ক : দিয়েগো শোয়ার্জম্যানকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ৩৩ বছর বয়সি স্প্যানিশ তারকা আর্জেন্টিনার ২০তম বাছাই শোয়ার্জম্যানকে হারান ৬-৪, ৭-৫, ৬-২ গেমে।

সেমিফাইনালে তিনি ইতালির ২৪তম বাছাই মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হবেন, যিনি শেষ আটে গায়েল মনফিলসকে হারিয়ে সেমিতে উঠেছেন।

ছেলেদের এককের চার সেমিফাইনালিস্টের মধ্যে নাদাল ছাড়া আর কারও গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার অভিজ্ঞতা নেই। নাদাল-বেরেত্তিনি ছাড়া সেমিফাইনালের অন্য দুজন হলেন গ্রিগর দিমিত্রভ ও দানিল মেদভেদেভ।

গত জুনে ফ্রেঞ্চ ওপেনে ১২তম শিরোপা জয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জেতেন ক্লে কোর্টের রাজা নাদাল। ইউএস ওপেনেও অন্যতম ফেবারিট তিনি। অন্য দুই ফেবারিট বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও রজার ফেদেরার এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

ইউএস ওপেনে নিজের চতুর্থ শিরোপা জিতে সুইস তারকা ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের আরো কাছে যাওয়ার সুযোগ নাদালের সামনে।

 

রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ