ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের ইউপি সদস্য আছাদ খান আলালের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ইউনিয়নের এক নং ওয়ার্ডের উত্তর চিংড়াখালী গ্রামের আলীর দোকান থেকে ফজলু সরদারের বাড়ি পর্যন্ত সড়কের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, ওই সড়কে ১৫জন শ্রমিক দিয়ে মাত্র তিনদিন কাজ করিয়ে ৩১ দিনের কাজের জন্য ৯৩ হাজার টাকা তুলে আত্মসাত করেছেন তিনি। এছাড়া ওই প্রকল্প সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে টাকা আত্মসাত করেছেন।

স্থানীয় আরিফ সরদার রাইজিংবিডিকে বলেন, ‘আলীর দোকান থেকে ফজলু সরদারের বাড়ি পর্যন্ত সড়কের অবস্থা খুব খারাপ। ওই সড়কে কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু ওই এলাকার ইউপি সদস্য মাত্র তিন দিনের কাজ করিয়েছে। যার ফলে সড়কটির অবস্থা এখনও বেহাল।’

বাহাদুর তালুকদার রাইজিংবিডিকে বলেন, ‘রাস্তাটির কাজ যখন শুরু হয়েছিল তখন আমাদের ভাল লাগছিল। কিন্তু মাত্র তিনদিন কাজ করিয়ে আমাদের হতাশ করল ইউপি সদস্য আছাদ খান আলাল।’

ওই সড়কে মাটি প্রদান প্রকল্পের সেক্রেটারি সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘ওই প্রকল্পের সভাপতি এক নং ওয়ার্ডের সদস্য আছাদ খান আলাল কাজ করিয়েছে। তিনি সব কিছু জানেন আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না।’

চিংড়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বুলু রাইজিংবিডিকে বলেন, ‘ওই প্রকল্পের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে জানাতে পারব।’

এ বিষয়ে ইউপি সদস্য আসাদ খান আলাল বলেন, ‘যে রাস্তায় কাজ হওয়ার কথা ছিল। আমি সে রাস্তায় কাজ করাইনি সত্য। কিন্তু অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনুমতি নিয়ে অন্য রাস্তায় কাজ করিয়েছি।’

মোরেলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘চিংড়াখালী ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে আমি কোন কথা বলব না।’

 

রাইজিংবিডি/বাগেরহাট/১৫সেপ্টেম্বর২০১৯/টুটুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়