ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইউরোর মূল পর্বের টিকিট পেল স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোর মূল পর্বের টিকিট পেল স্পেন

টানা ছয় ম্যাচ জয়ের পর ইউরো ২০২০ এর মূলপর্ব অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল স্পেনের। সুইডেনের বিপক্ষে হার এড়াতে পারলেই মূলপর্ব নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে গতকাল সুইডিশদের মুখোমুখি হয় লা রোজারা। এই ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের গোলে হার এড়ানোয় উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট পেল স্পেন।

মঙ্গলবার রাতে ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস বার্গের গোলে এগিয়ে যায় স্বাগতিক সুইডেন। এরপর ম্যাচের অন্তিম সময়ে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে সমতায় ফেরান বদলি স্ট্রাইকার রদ্রিগো মোরেনো।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭৪.৬ শতাংশ বল দখলে রাখলেও নির্ধারিত সময় পর্যন্ত গোল ব্যবধানে পিছিয়ে ছিল স্পেন। আক্রমণে তারা খুব বেশি ভীতি ছড়াতে পারেনি সুইডিশদের রক্ষণে। উল্টো ৫০তম মিনিটে বার্গের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে স্প্যানিশরা। স্কোরলাইনে সমতা টানতে মরিয়া দলটি সাফল্য পায় যোগ করা সময়ে। ফাবিয়ানের পাস থেকে বল জালে পাঠিয়ে স্পেন শিবিরে স্বস্তি আনেন রদ্রিগো।

স্টকহোমে এ জয়ে ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। প্রথম ৬ ম্যাচে টানা জেতার পর শেষ ২টি ম্যাচে তারা টানা ড্র করেছে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন।

এই গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে রোমানিয়া ১-১ গোলে ড্র করেছে নরওয়ের সঙ্গে। রোমানিয়া ১৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নরওয়ে।

 

ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়