ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের প্রথম ওয়ানডের আম্পায়ার পরলোকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাসের প্রথম ওয়ানডের আম্পায়ার পরলোকে

বিতর্কিত সেই সিডনি টেস্টে আম্পায়ার রোয়ানের (ডান পাশে কাপ পরা) সঙ্গে কথা বলছেন ইংলিশ অধিনায়ক ইলিংওর্থ

ক্রীড়া ডেস্ক : ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ারের একজন তিনি। অস্ট্রেলিয়ার জীবিত সবচেয়ে বেশি বয়সি টেস্ট আম্পায়ারও ছিলেন লু রোয়ান। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ আজ না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোয়ানকে অবশ্য সবাই বেশি মনে রাখবে ১৯৭১ সালের বিতর্কিত অ্যাশেজ সিরিজে আম্পায়ারিংয়ের কারণে। সাত টেস্টের সেই সিরিজে সিডনিতে চতুর্থ ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় এক দর্শক-আক্রমণের শিকার হয়েছিলেন ইংলিশ পেসার জন স্নো। এ ঘটনার পর অধিনায়ক রে ইলিংওর্থের নেতৃত্বে মাঠ ছেড়ে যান সফরকারী খেলোয়াড়রা। এতে তাদের জরিমানা ‍গুনতে হবে বলে ইলিংওর্থকে সতর্ক করে দেন আম্পায়ার রোয়ান। ইংলিশ খেলোয়াড়রা মাঠে ফিরলে খেলা আবার শুরু হয়।

ওই ঘটনার আগে স্নোর একটি বাউন্সার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টেরি জেনারের মাথায় আঘাত করেছিল। তখনও ইংলিশ পেসারকে সতর্ক করেছিলেন রোয়ান। মজার বিষয়, রোয়ান ওই ম্যাচে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকেই এলবিডব্লিউ আউট দেননি! সেবার পুরো সিরিজেই বেশ কয়েকবার ইংলিশ খেলোয়াড়দের সঙ্গে ‘লেগে’ গিয়েছিল রোয়ানের। রোয়ান মোট ২৫টি টেস্ট আর ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিচালনা করেছেন।

তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।  



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়