ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আগুন, মালয়েশিয়ায় ধোঁয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় আগুন, মালয়েশিয়ায় ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমানতানের বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে।

সিএনএন জানিয়েছে, সুমাত্রা ও কালিমানতানের ৯ লাখ ৩০ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে গেছে। ওই অঞ্চল দুটির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৯ হাজারের বেশি কর্মী কাজ করছে।

বিস্তীর্ণ অঞ্চলের বন আগুনে পোড়ার কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। মঙ্গলবার সারওয়াক প্রদেশে পাঁচ লাখের বেশি মাস্ক বিতরণ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে চার শতাধিক স্কুল।

মূলত চাষের জন্য জমি দখল করতে সুমাত্রা ও কালিমানতানের বনের বিভিন্ন এলাকা আগুন দিয়ে পরিষ্কার করে থাকে কৃষকরা। এবার সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাজিলের আমাজন বনেও একই কায়দায় সৃষ্ট আগুন ছড়িয়ে পড়েছিল।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা  জানিয়েছে, তিন হাজার ৬০০টির বেশি আগুন চিহ্নিত করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়