ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও  দাবি করেছেন, ইরানই এই হামলা চালিয়েছে।

ইয়েমেন থেকে হামলার কোনো প্রমাণ নেই দাবি করে পম্পেও রোববার এক টুইটে বলেছেন, ‘রুহানি ও জারিফ যখন কূটনীতি সংশ্লিষ্টতা জাহির করছেন তখন সৌদি আরবের ওপর প্রায় ১০০ হামলার পেছনে ছিল তেহরান। যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর মধ্যেই ইরান এবার বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহের ওপর হামলা চালালো। ইয়েমেন থেকে হামলা হওয়ার কোনো প্রমাণ নেই।’

তিনি বলেন, ‘আমরা পৃথিবীর সব জাতিকে ইরানের এই হামলার প্রকাশ্য ও দ্ব্যর্থহীন নিন্দা জানানোর আহ্বান জানাই।’

বিশ্বের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র মিত্রদের সাথে কাজ করবে উল্লেখ করে পম্পেও বলেন, ‘এই আগ্রাসনের জন্য ইরানই দায়ী।’

শনিবার সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। ই হামলার কারণে অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ৫৭ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে বলে জানিয়েছে রিয়াদ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়