ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইলিনয়ে শিল্পাঞ্চলে বন্দুক হামলায় নিহত ৫

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিনয়ে শিল্পাঞ্চলে বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি শিল্পাঞ্চলে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন পাঁচজন পুলিশ কর্মকর্তা।

ইলিনয়ের অরোরায় এ হামলার ঘটনা ঘটে। অরোরা উপশহরটি শিকাগো থেকে ৪০ মাইল পশ্চিমে অবস্থিত।

ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বন্দুক হামলার এক বছর পূর্তির একদিন পর অরোরায় এই হামলার ঘটনা ঘটলো।

শুক্রবারের হামলা হেনরি প্র্যাট কোম্পানিতে সংঘটিত হয়। কোম্পানিটি বড় পানির পাইপের কপাটিকা তৈরির কাজ করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম গ্যারি মার্টিন। তিনি ওই কোম্পানির একজন কর্মী ছিলেন।

হামলার কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তবে শিকাগো সান-টাইমস নামের একটি সংবাদপত্র তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্টিনকে দুই সপ্তাহ আগে কোম্পানিতে অতিরিক্ত শ্রমিক হিসেবে গণ্য করা হয় এবং এ নিয়ে বেশ মানসিক চাপে ছিলেন তিনি।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়