ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসির জন্য বরাদ্দ কমেছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসির জন্য বরাদ্দ কমেছে

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন (ইসি) ৭৬১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। গত অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৯২৭ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেন। এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছরে গতবারের তুলনায় বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত বাজেটে ছিল ৪৬১ কোটি ৫৭ লাখ টাকা।

ইসি কর্মকর্তারা জানান, নতুন অর্থবছরে স্থানীয় সরকারের ছয়টি সিটি করপোরেশন ও কিছু উপ-নির্বাচন হবে।

২০১৭-১৮ অর্থবছরে ইসির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ছয় সিটির ভোট সেই সঙ্গে সংসদ ও স্থানীয় সরকারের উপ-নির্বাচন ও মেয়াদোত্তীর্ণ ভোটকে সামনে রেখে নির্বাচনের জন্য এ বরাদ্দ চাওয়া হয়েছে।

২০১৮ সালের শেষে বা ২০১৯ সালের প্রথম দিকেই একাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে ২০১৮-১৯ সালের বাজেটেই ভোটের জন্য বড় বরাদ্দ চাইবে সাংবিধানি প্রতিষ্ঠানটি।



রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়