ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় শিল্প মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন হয়।এ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদশে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম। বাংলাদেশে এটাই প্রথম ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র।

অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের সুবিধার্থে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম। এতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক অতিরিক্ত সচিব নারায়ন চন্দ্র দেবনাথ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহামান ও সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডে কাউন্সিলর শরীফুল ইসলাম শরিফ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়