ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদুল ফিতরে সিলেটে তিন স্তরের নিরাপত্তা

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদুল ফিতরে সিলেটে তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট: ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীতে বড় বড় ঈদগাহগুলোতে চেক পোস্টের পাশাপাশি পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সবকটি স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করবে দেড় সহ¯্রাধিক টহল পুলিশ এবং সাদা পোশাকধারী পুলিশ। সেই সঙ্গে র‌্যাব সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘ঈদের ছুটির কারণে পাড়া-মহল্লার বাসা-বাড়ি ফাঁকা থাকবে। সেই সময় বাসা-বাড়ির নিরাপত্তায় প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশের টইল থাকবে। তাছাড়া ফুট পেট্রোল টিম, কমিউনিটি পুলিশ ও বিট অফিসাররাও সার্বক্ষণিক মাঠে থাকবেন।’

তিনি জানান, এবার সিলেট মহানগরী এলাকায় সব মিলিয়ে ৩৫৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদগাহে ৯৫টি এবং মসজিদে ২৬৪টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিনে সিলেটের সবচাইতে বড় ঐতিহাসিক শাহী ঈদগাহের সবকটি প্রবেশপথে পুলিশের বিশেষ নজরদারী থাকবে। মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা চেক পোস্টে তল্লাশী করবেন।

কেবল শাহী ঈদগাহ-ই নয়, হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ, হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদসহ নগরীর সকল ঈদগাহ ও মসজিদকে ঘিরে একই নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি।

নগর পুলিশের সূত্র জানায়, ঈদের দিনে সকালে নগরীর সবকটি পয়েন্টে থাকবে নির্ধারিত নিরাপত্তা পার্টি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বসবে চেকপোস্ট, সার্বক্ষণিক টহলে থাকবে টহল পার্টি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও তৎপর থাকবেন। এছাড়াও ট্রাফিক বিভাগের সদস্যরাও মাঠে থাকবেন। কোনো ধরনের নাশকতা কিংবা অপরাধ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর থাকবেন।

এদিকে, র‌্যাব-৯ এর বিশেষ টিম নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিপণী বিতানের দিকে নজরদারীর পাশাপাশি বিশেষ টহলও অব্যাহত রেখেছে। এছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনেক সদস্য সাদা পোশাকে মাঠে নিয়োজিত রয়েছেন।

নগরী ছাড়াও সিলেট জেলার উপজেলা সদরগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় দেড় সহ¯্রাধিক সদস্য নিয়োজিত থাকবেন বলে সিলেট জেলা পুলিশ সূত্র জানিয়েছে। এজন্য সার্বাক্ষনিক নিরাপত্তা জোরদারে সকল থানার ওসিদের নির্দেশনা দেয়া হয়েছে।



রাইজিংবিডি/সিলেট/০৪ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়