ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পারিশোধ ও তাদের কর্মস্থালে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের সংক্রামণে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিক কর্মচারী উৎপাদন চালু রেখেছে অথচ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, এখন পর্যন্ত দেশের সব কারখানায় আইনানুগভাবে প্রাপ্য বেতন বোনাস প্রদান করা হয়নি। ফলে শ্রমিকরা প্রাপ্য পাওনা আদায়ের জন্য নানাবিধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছে। যার ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এ অবস্থায় ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বেতন-বোনাস পরিশোধসহ টিইউসি’র পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে।  

শ্রমিক-কর্মচারীদের ঈদের ছুটিতে গ্রামে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।



ঢাকা/হাসনাত/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়