ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদের আগেই সড়ক মেরামতের নির্দেশ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের আগেই সড়ক মেরামতের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক:  বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঈদের এক সপ্তাহ আগেই মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বন্যার অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে। আরো প্লাবনের আশঙ্কা আছে। এতে আমাদের জেলা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ঈদের এক সপ্তাহ আগেই মেরামতের নির্দেশ দিয়েছি৷ মন্ত্রণালয়ের মনিটরিং টিম কার্যকর ব্যবস্থা নিচ্ছে।’

যানবাহনের ফিটনেস নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা ছিলো-ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় দিয়েছেন আদালত। আমরাও বিআরটিএ-কে নির্দেশনা দিয়েছি। সপ্তাহে ৬ দিন কাজ করে এগুলো শেষ করতে হবে।’

এছাড়া নবম ওয়েজ বোর্ড কবে বাস্তবায়ন হবে-জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যতো তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন হবে। ইতোমধ্যে ওয়েজ বোর্ড কমিটির বৈঠক হয়েছে। আমাদের সুপারিশসহ কেবিনেটে পাঠিয়ে দেবো। কেবিনেট এটা কার্যকর করবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়