ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

দ্য জেন্টলম্যান নাটকের দৃশ্য

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা সংকটের কারণে এই আয়োজন সীমিত করা হয়েছে। নতুন নাটকের পাশাপাশি অনেক পুরোনো নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার নাট্যসপ্তক: ভাই পারলে মাফ করবেন। রচনা: আমিনুল ইসলাম অনীক।  পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাইদ জামান শাওন। দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: ব্যাচ ২৭। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: অপূর্ব, মিথিলা, অপর্ণা, আনন্দ খালিদ, মিলি বাশার, আখি, মাসুম বাশার প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: অ্যাব-নরমাল। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়ে: মাহফুজ আহমেদ, মেহজাবিন, মিশু সাব্বির, ডা: এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহ্রিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: গল্প নাই। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, সানজিদা প্রীতি, সাজু খাদেম, আরফান আহমেদ, জামিল হোসেন, তানহা লিয়ানা, আইরিন তানি, জ্যোতি কারকি প্রমুখ।

রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: রাত প্রহরী ফুলন দেবী। রচনা: শাহজাহান সৌরভ। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: মোশাররফ করিম, প্রিয়ম প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: ভালোবাসি তুমি আমি। রচনা: চয়ন দেব। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: সে ভালোবেসেছিল। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ১২টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ঘুমের ঘোরে। গল্প: কাজী নজরুল ইসলাম। নাট্যরূপ: রাশেদুল হাসান শেলী। পরিচালনা: আব্দুস সামাদ খোকন। রাত ৭টা ৪০মিনিটে প্রচার হবে একক নাটক: অবশেষে ফিরে এলে। রচনা: অনিক রেজা। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: অপূর্ব, পপি, নাজিরা মৌ, জনি প্রমুখ। রাত ৮টা ২০মিনিটে প্রচার হবে একক নাটক ‘...............’। রচনা ও পরিচালনা: হানিফ সংকেত। রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আনন্দ ভ্রমণ। রচনা: ফজলুল সেলিম। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: আখম হাসান, শবনম ফারিয়া, সাজু খাদেম, ঊর্মিলা, ডা. এজাজ, নাবিলা ইসলাম, সাবেরী আলম, ফারুক আহমেদ প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: পত্র মিতালী। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাউদ্দীন লাভলু। অভিনয়ে: এটিএম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী, আলভী, আখম হাসান, শামীম জামান।

মাছরাঙা টেলিভিশন

রাত ৯টায় প্রচার হবে একক নাটক: নীল মেগের কাব্য। রচনা: চয়ন দেব। পরিচালনা: আসাদ্জ্জুামান আসাদ। অভিনয়ে: নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বির প্রমুখ। রাত সাড়ে ১০টা প্রচার হবে ধারাবাহিক নাটক: গোয়েন্দা নুরু। রচনা ও পরিচালনা: হানিফ পালোয়ান। অভিনয়ে: জাহিদ হাসান, মম, তারিক স্বপন, মনিরা মিঠু, নূরে আলম নয়ন প্রমুখ।

দীপ্ত টিভি

বিকাল ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: পলাতক প্রেম। পরিচালনা: হিমেল আশরাফ। অভিনয়ে: সাদিয়া জাাহন প্রভা, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমু। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সুন্দর আলীর অপেরা। রচনা ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কচি খন্দকার, কেয়া আক্তার পায়েল, নিকুল মন্ডল প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: ঘুম বাবু। পরিচালনা: সহিদ-ইন-নবী। অভিনয়ে: মোশাররফ করিম, ফারহা রুমা প্রমুখ। রাত ১টায় প্রচার হবে  একক নাটক: মিশন বরিশাল। পরিচালনা: কাজল আরেফিন অমি। অভিনয়ে: তৌসিফ, সাফা কবির প্রমুখ।

আরটিভি

রাত ১০টায় প্রচার হবে একক নাটক: ঈদ মোবারক। রচনা ও পরিচালানা: ইমরাউল রাফাত। অভিনয়ে: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা,শহীদুল্লাহ সবুজ প্রমুখ। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বড় মিয়া ছোট মিয়া। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আখম হাসান, শামীম জামান, সারিকা, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, রাশেদ মামুন অপু প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: দ্য জেন্টলম্যান। অভিনয়ে: জাহিদ হাসান, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আইরিন, আরফান আহমেদ প্রমুখ। রচনা ও পরিচালনা: হানিফ খান ও আহমেদ রোহান রুবেল। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ব্ল্যাঙ্ক চেক। অভিনয়ে: আব্দুন নূর সজল, তমালিকা কর্মকার প্রমুখ। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী।

রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: লাকী ভাই লিমিটেড। অভিনয়ে: তারিক আনাম খান, প্রভা, নাঈম, নাবিলা, আশিষ খন্দকার, মাজনুন মিজান, তারিক স্বপন প্রমুখ। রচনা ও পরিচালনা: অঞ্জন আইচ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সৌদি জামাই। অভিনয়ে: রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, আলভী, নাদিয়া আহমেদ, শফিক খান দিলু, হান্নান শেলী, তারিক স্বপন প্রমুখ। রচনা ও পরিচালনা: মো. ফজলুল হক।

রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জামাই বাজার। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, ওয়ালিউল হক রুমি, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, শেলী হাসান, হায়দার আলী, বিনয় ভদ্র, সাজ্জাদ প্রমুখ। রচনা: আহসান আলমগীর। পরিচালনা: আল হাজেন। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা ড্রামা: হাইপ্রেসার-২। অভিনয়ে: মোশাররফ করিম, জামিল, আ খ ম হাসান, নাজিরা মৌ, নাদিয়া আহমেদ, ফরুক আহমেদ প্রমুখ। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান।

চ্যানেল আই

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: আয়েশা। রচনা: আনিসুল হক। পরিচালনা: মোস্তাফা সরয়ার ফারুকী। অভিনয়ে: নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: লাইট হাউজ। রচনা: ফারুক হোসেন। পরিচালনা: সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে: জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রেখা। রচনা: পান্থ শাহরিয়ার। পরিচালনা: আরিফ খান। অভিনয়ে: অপি করিম, আফজাল হোসেন প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক:রুদ্র। রচনা: নাজিয়া হাসান। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: তালপাতার সেপাই। রচনা: গীতালি হাসান। পরিচালনা: মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: অমিত্রাক্ষর। গল্প: রাবেয়া খাতুন। পরিচালনা: আবুল হায়াত। অভিনয়ে: মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ প্রমুখ।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়