ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহার স্থগিত করল মাইক্রোসফট

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহার স্থগিত করল মাইক্রোসফট

মোখলেছুর রহমান : মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণটির গ্রাহক পর্যায়ের বিতরণ আপাতত স্থগিত করেছে। মূলত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণটি ব্যবহার করার কারণে ব্যবহারকারীদের কম্পিউটার থেকে তাদের ব্যক্তিগত অনেক ফাইল হারিয়ে যাচ্ছিল- এ ধরনের একটি প্রতিবেদন পাওয়ার প্রেক্ষিতেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানিটি তাদের সাপোর্ট পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। যাতে মাইক্রোসফট উল্লেখ করেছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার কারণে অনেক ব্যবহারকারীর তাদের কম্পিউটারে থাকা অনেক ফাইল মুছে যাচ্ছে, এ প্রতিবেদনটির তদন্ত করার জন্যই এই স্থগিতাদেশ। বিজ্ঞপ্তিটি শুক্রবারে মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে পোস্ট করা হয়।

ওই অফিসিয়াল বিবৃতিতে মাইক্রোসফট জানায়, তারা আপাতত সমস্ত ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ এর সংস্করণটির (সংস্করণ ১৮০৯) রোলআউট স্থগিত করছে। তারা হালনাগাদ সংস্করণটির পরবর্তী রোলআউটের পূর্বে ব্যবহারকারীদের ফাইল মুছে যাওয়ার বিষয়টি তদন্ত করবে। হালনাগাদ সংস্করণটির প্রযুক্তিগত নাম ‘ভার্সন ১৮০৯’। এটি মাইক্রোসফটের আপডেটেড সারফেস ডিভাইসগুলোর সঙ্গে চালু করা হয়।

তবে মাইক্রোসফট বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডকুমেন্টস, ছবি এবং অন্যান্য ফোল্ডারের ফাইল অদৃশ্য হয়ে যাচ্ছিল। মাইক্রোসফট ব্যবহারকারীরা এ বিষয়টি কোম্পানিটির রেড্ডিট প্রোফাইল এবং মাইক্রোসফটের কমিউনিটি পেজে পোস্ট করে।

মাইক্রোসফট অবশ্য ইতিমধ্যেই ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন যারা এই হালনাগাদ সংস্করণটি ডাউনলোড করেছেন কিন্ত ইনস্টল করেননি তাদেরকে ইনস্টল করা থেকে বিরত থাকতে।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়