ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উদ্ধার অভিযান চলছে, নিখোঁজ ২০০

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ৪ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্ধার অভিযান চলছে, নিখোঁজ ২০০

ডুবুরিদের সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় লোকজন (ছবি : মেহেদী জামান)

নাসির উদ্দিন চৌধুরী, মাওয়া থেকে : কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া আসার পথে পদ্মা নদীর মাঝখানে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে শিকদার মেডিক্যাল কলেজের ছাত্রী হিরার নাম জানা গেছে। তাকে উদ্ধার করে ঘোলগড় হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লঞ্চডুবির পর স্থানীয়রা ট্রলার, নৌকা, স্পিডবোড এবং লঞ্চ নিয়ে প্রায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন ২০০ জন।

সোমবার বেলা ১১টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে পিনাক-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বিআইডব্লিউটিএ’র একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া, নৌবাহিনীর ডুবুরিদল, কোস্টগার্ডসহ ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/৪ আগস্ট ২০১৪/নাসির/ইভা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়