ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উদ্বোধনের শুরু থেকেই জমজমাট আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্বোধনের শুরু থেকেই জমজমাট আয়কর মেলা

বন্দরনগরী চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলার শুরু থেকেই হাজার হাজার করদাতার অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই করতাদাতারা ভিড় করতে থাকেন নগরীর সুবিশাল কমিউনিটি হল জিইসি কনভেনশন সেন্টারে।

সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে আয়কর মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রামের কাস্টমস কমিশনার এনামুল হক, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার আয়কর মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক জিএম আবুল কালাম কায়কোবাদ। স্বাগত বক্তব্য রাখেন কর কমিশনার ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী।

কর মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, কর রাষ্ট্রের হক, সবাই কর দিলে দেশ উন্নত। একসময় বাংলাদেশকে দরিদ্র হতদরিদ্র তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। বিশ্ব এখন বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আমরা। অর্থনৈতিক বিস্ময়ের দেশ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। করদাতারা স্বপ্রণোদিত হয়ে কর দিয়ে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

চট্টগ্রামে এবার আয়কর মেলায় ৪৬ বুথে করদাতাদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। বুথসমূহে পালা করে ৬৫০ জন কর কর্মকর্তা আগত করদাতাদের সার্বক্ষণিক সেবা প্রদান করছেন। এই সেবা সমূহের মধ্যে রয়েছে ইটিআইএন রেজিস্ট্রেশন, সব সার্কেলের রিটার্ন দাখিল, ই-পেমেন্টসহ কর সংক্রান্ত যে কোন ধরনের পরামর্শ ও সেবা। মেলায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, জীবন বিমা, চট্টগ্রাম চেম্বার, সঞ্চয় অধিদফতরের সেবা বুথ রয়েছে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়