ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে প্রথমে নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও পরে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৫৪ কোটি টাকা। সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় দাম বেড়েছে ১৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম, কমেছে ১৫২টি, অপরিবর্তিত রয়েছে ৩৫টি।

 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বেলা সাড়ে ১১টায় সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়