ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এ বছর থেকে বিশ্বভ্রমণ শুরু করব: আরিয়ান

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ বছর থেকে বিশ্বভ্রমণ শুরু করব: আরিয়ান

‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গত বছর অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তবু পাওয়া না-পাওয়া মিলিয়েই বছর কেটেছে এই পরিচালকের। কারণ মানুষের জীবন মুদ্রার দুই পিঠের মতো। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জানিয়েছেন স্বপ্ন ও ইচ্ছের কথা।  

বিদায়ী বছর নিয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘‘আলহামদুলিল্লাহ! গত বছর ভালো কেটেছে। কাজ ও ব্যক্তিগত জীবন দুটোই ভালো কেটেছে। আমার নির্মিত ‘বাইশে এপ্রিল’, ‘শেষটা সুন্দর’, ‘কখনো না কখনো’, ‘লাইফ ইন্সুরেন্স’, ‘সাবলেট’, ‘ভালো থেকো তুমি’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘তুমি আমারই’, ‘নয়না’সহ বেশকিছু কাজের ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে ‘বাইশে এপ্রিল’ নাটকের রেসপন্স খুব ভালো পেয়েছি। এটা ছিল কাজের ক্ষেত্রে। আমার ব্যক্তিগত জীবনের উদ্দেশ্য হলো— হ্যাপি থাকা। সেটা অল্প কিংবা বেশি পেয়েও হতে পারে। অর্থাৎ যে কোনোভাবে হতে পারে। আমি ব্যক্তিগত জীবনে গত বছর অনেক হ্যাপি ছিলাম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’’

গত বছর একটি কাজ করতে চেয়েও পারেননি মিজানুর রহমান আরিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, চেয়েও পাইনি এমন একটি ঘটনা রয়েছে। আমি একটি প্রোডাকশন করতে চেয়েছিলাম কিন্তু সমস্যার কারণে করতে পারিনি। এ বছর কাজটি করার পরিকল্পনা রয়েছে।’

নতুন বছরের প্রত্যাশা ব্যক্ত করে এই পরিচালক বলেন, ‘গত বছর যত কাজ করেছি তার চেয়ে এ বছর আরো ভালো কাজ করতে চাই। সুস্থ থাকতে চাই। ব্যক্তিগত জীবনে এ বছর দুটি দেশ ঘুরতে চাই। অর্থাৎ বিশ্বভ্রমণ শুরু করব। আমি পারিবারিক ছেলে। আমি চাই, আমার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই যেন ভালো থাকে। অনেক আভিজাত্যের মধ্যে থাকতে হবে এমন নয়। আমি চাই সুখে-আনন্দে থাকুক। আমার সহকর্মীসহ ইন্ডাস্ট্রির সবাই যেন ভালো থাকে। বাংলাদেশ যেন ভালো থাকে। আরো আরো অনেক দূর যেন সবকিছুতেই আমাদের দেশ এগিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করি। কারণ এর মাধ্যমে মানুষকে বিনোদন দিই- হাসাই, কাঁদাই, ভাবাই। এজন্য নাটক-সিনেমার ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা আরো বাড়ানো প্রয়োজন। বিশ্বের অনেক দেশ আছে যে দেশকে স্পোর্টস ও ফিল্ম বা এন্টারটেইনমেন্টের জন্য মানুষ জানে। আমাদেরও এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। এজন্য এই বিষয়ে পৃষ্ঠপোষকতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করছি।’


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়