ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এই নারীর কথায় বোঝা যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এই নারীর কথায় বোঝা যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের প্রথম দিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভারতীয় তথা বিশ্ববাসীকে কার্যত অন্ধকারে রাখা হয়েছে। গণমাধ্যম, টেলিফোন, ইন্টারনেট, রাজনৈতিক দল-সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে মোদি সরকার। তবে পশ্চিমা গণমাধ্যমের কল্যাণে নির্যাতন, নিপীড়ন আর কাশ্মীরীদের অসহায়ত্বের কিছু খন্ডচিত্র মিলছে।

শনিবার কাশ্মীরের পরিস্থিতি স্বচক্ষে দেখতে সেখানে রওনা হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে শ্রীনগর বিমানবন্দর থেকেই। সেই যাত্রাপথেই বিমানের মধ্যে রাহুলের কাছে ছুটে এসেছিলেন এক কাশ্মীরী নারী। নিজের পরিবারের অবস্থা বোঝাতে গিয়ে রাহুলের সামনে কার্যত কেঁদে ফেলেন তিনি। রাহুলকে শোনান তার উদ্বেগ-উৎকণ্ঠার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

মধ্যবয়সী ওই নারী রাহুলকে বলছিলেন,‘আমার ছেলেমেয়েকে ঘর থেকে বাইরে বের হতে দিচ্ছে না। আমার ভাই হৃদরোগাক্রান্ত। ১০ দিন ধরে তিনি ডাক্তার দেখাতে পারেননি। আমরা খুব বিপদে আছি।’

এক পর্যায়ে রাহুল ওই নারীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।




রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/শাহেদ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়