ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এইচএসসি পাসেই বাংলাদেশ বিমানে চাকরি

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এইচএসসি পাসেই বাংলাদেশ বিমানে চাকরি

ফ্লাইট স্টুয়ার্ড বা স্টুয়ার্ডেস (কেবিন ক্রু) পদে লোক নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিয়োগ সম্পর্কে তথ্য নিচে দেয়া হলো:

পদের নাম: কেবিন ক্রু

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: (ক) এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

(খ) ন্যূনতম জিপিএ ৩ (জিপিএ ৫ এর মধ্যে)। ও লেভেলের জন্য ৫ বিষয়ের গড় ডি এবং এ লেভেলে ২ বিষয়ের গড় ডি থাকতে হবে।

(গ) বয়স ১৯-২৫ বছরের মধ্যে। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(ঘ) উচ্চতা: পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার ও নারীদের সর্বনিম্ন ১৫৮ সেন্টিমিটার হতে হবে।

(ঙ) ওজন: বিএমআই অনুসারে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

(চ) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। নারী প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

(ছ) জিইডি গ্রহণযোগ্য হবে না।

(জ) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলের তথ্য প্রদান করতে হবে।

বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা এবং আনুষাঙ্গিক ভাতাদি।

আবেদনের সময়সীমা:  আগামী ১০ জুন রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ১১১১ টাকা। এছাড়া আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য বিমান বাংলাদেশের ওয়েবাসাইটে পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের (www.biman-airlines.com) ক্যারিয়ার অংশে অথবা http://bbal.teletalk.com.bd অথবা www.biman.org.bd লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়