ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক ম্যাচ নিষিদ্ধ আজহার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ম্যাচ নিষিদ্ধ আজহার

আজহার আলী

ক্রীড়া ডেস্ক : সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্সে একে তো ওয়ানডে অধিনায়কত্ব হারাতে বসেছেন। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ শুনলেন আজহার আলী। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ের বাইরে ২ ওভার বল করেছে পাকিস্তানের বোলাররা। ১২ মাসের মধ্যে আজহারের অধীনে পাকিস্তান দল দ্বিতীয়বার একই অপরাধ করায় পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক।

নিষেধাজ্ঞার পাশাপাশি আজহারের ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের অন্যান্য সদস্যদের ২০ শতাংশ জরিমানা হয়েছে।

পাকিস্তানের পরবর্তী ওয়ানডে আগামী এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অর্থাৎ ওই ম্যাচে খেলতে পারবেন না আজহার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়