ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক সেঞ্চুরিতে ওয়ার্নারের যত রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সেঞ্চুরিতে ওয়ার্নারের যত রেকর্ড

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরছেন ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার অ্যাডিলেডে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সিরিজে শেষ দুই ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনার কাল অ্যাডিলেড ওভালে খেলেন ১২৮ বলে ১৭৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।

এই এক সেঞ্চুরিতে বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন ওয়ার্নার। চলুন রেকর্ডগুলো দেখে নেওয়া যাক এক নজরে।

*ওয়ানডেতে ওয়ার্নারের ১৫০-প্লাস ইনিংস এখন ৫টি। যেটি যৌথভাবে সর্বোচ্চ। সমান ৫টি ১৫০-প্লাস ইনিংস আছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

*লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়ার্নারের ১৫০-প্লাস ইনিংস হলো ৭টি। যেটি সর্বোচ্চ। ওয়ার্নার পেছনে ফেলেছেন গর্ডন গ্রিনিজকে (৬টি)। এমন ইনিংস টেন্ডুলকারের আছে ৫টি, সবগুলোয় ওয়ানডেতে।

*২০১৬-১৭ মৌসুমে ওয়ার্নারের ওয়ানডে সেঞ্চুরি হলো ৬টি, যেটি একক কোনো মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪-১৫ মৌসুমে সমান ৬টি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। এর ৪টিই ছিল টানা চার ইনিংসে। টানা চার ইনিংসে সেঞ্চুরি নেই আর কারও।

*অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে ওয়ার্নারের ওয়ানডে সেঞ্চুরি ৯টি। যেটি দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। ওপেনার হিসেবে অ্যাডাম গিলক্রিস্টও সেঞ্চুরি করেছিলেন ৯টি।

*ওয়ার্নার ক্যারিয়ারের ১৩টি ওয়ানডে সেঞ্চুরি করলেন ৯১ ইনিংসে। যেটি ইনিংসের হিসাবে তৃতীয় দ্রুততম। ১৩ সেঞ্চুরি করতে বিরাট কোহলির লেগেছিল ৮৬ ইনিংস, হাশিম আমলার ৮৩ ইনিংস।

*ডেভিড ওয়ার্নারের ১৭৯ রান অ্যাডিলেড ওভালে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তিনি ভেঙেছেন ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষেই ব্রায়ান লারার করা ১৫৬ রানের রেকর্ড। ওয়ার্নারের ইনিংসটি অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ, পাকিস্তানের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৮৩ রান বিরাট কোহলির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়