ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক সেঞ্চুরিতে টেলরের দুই রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সেঞ্চুরিতে টেলরের দুই রেকর্ড

রস টেলর

ক্রীড়া ডেস্ক : চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন রস টেলর। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ১০১ বলে ১৩ চারে করেছেন ১০৭ রান।

হ্যামিল্টনে রোববার নিউজিল্যান্ডের ২৪ রানে জয়ের এই ম্যাচে সেঞ্চুরি করে দুটি রেকর্ডে নাম লিখিয়েছেন টেলর।

টেলরের এটি ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি, যা নিউজিল্যান্ডের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। এত দিন ১৬ সেঞ্চুরি নিয়ে রেকর্ডটি ছিল নাথান অ্যাস্টলের একার দখলে।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২২৩ ম্যাচে ১৬ সেঞ্চুরি করেছিলেন অ্যাস্টল। ২০০৬ সালে তার ১৬তম সেঞ্চুরির এক সপ্তাহ পর অভিষেক হয় টেলরের। টেলর অ্যাস্টলের রেকর্ড ছুঁলেন ১৭৮ ম্যাচে।

চার নম্বরে নেমে এটি টেলরের ১৪তম সেঞ্চুরি, যা এই পজিশনে যৌথভাবে সর্বোচ্চ। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সেরও আছে ১৪ সেঞ্চুরি।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়