ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একমঞ্চে গাইবেন তারা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একমঞ্চে গাইবেন তারা

বিনোদন ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘২৩ বছরে পদার্পন’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন দেশের এক ঝাঁক তারকা কণ্ঠশিল্পী।

এ তালিকায় রয়েছেন— নকীব খান, ফাহমিদা নবী, শুভ্র দেব, রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, লুইপা, মারিয়া শিমু, সামিয়া জাহান এবং নীলিমা। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

এরপর লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন মডেল অভিনেত্রী তানজিন তারিন এবং নৃত্য জুটি লিখন-নাদিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, আব্দুস সাত্তার ও মোশতাক হোসেন। রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইলো শুভ কামনা’। রাত ১২টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘অপরাহ্ন’। 

‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। আগামীকাল ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পা রাখতে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়