ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এখন গ্রামেগঞ্জেও জনপ্রিয় ব্যাটমিন্টন

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখন গ্রামেগঞ্জেও জনপ্রিয় ব্যাটমিন্টন

শীতের মৌসুম। ধান কাটা শেষ। মাঠও শুকনো। তখনই গ্রামের ছেলেরা তৈরি করেন ব্যাটমিন্টন মাঠ। দিনে নয়; শহরের ন্যায় রাতে খেলায় মাতেন তারা। আয়োজন করেন প্রতিযোগিতারও। এসব প্রতিযোগিতায় আবার থাকে উপহারের ছড়াছড়ি।

কয়েক বছর ধরে এমন চিত্রই দেখা মিলছে সিলেটের বিভিন্ন উপজেলায়। বিশেষ করে ধান কাটা শেষ হলে যখন মাঠ শুকিয়ে যায়; তখন ক্রিকেট, ফুটবলের পাশাপাশি ব্যাটমিন্টন খেলায় মেতে ওঠে তরুণরা। খেলাধূলার কারণে গ্রামাঞ্চলে অপরাধ প্রবণতা কম বলে মন্তব্য বিশ্লেষকদের।

এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভূতিভূষণ বলছিলেন, ‘‘তরুণদের খেলার মতো নির্মল বিনোদনের সুযোগ দেয়া গেলে বিপথগামী হওয়ার প্রবণতা কমে আসবে। এজন্য তাদের খেলাধূলায় উদ্বুদ্ধ করতে হবে।’’

বিদেশি খেলা ব্যাটমিন্টন। গ্রামেগঞ্জে এ খেলা জনপ্রিয়তা পেয়েছে। ভালো খেলোয়াড়ও উঠে আসছেন; যারা গ্রাম ছাড়িয়ে শহরে গিয়েও বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে সুনাম কুড়াচ্ছেন।

শুক্রবার রাতে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার চতুল বাজারের পাশের মাঠে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। সেই খেলা দেখতে ভিড় করেন কয়েক শত দর্শক। দর্শকদের মাঝে যেমন ছিলেন শিক্ষার্থী, তেমনি ব্যবসায়ী-কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোক।

আয়োজকরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তারা এ টুর্নামেন্ট আয়োজন করে আসছেন। কয়েক বছর আগেও ব্যাটমিন্টন খেলা বেশি পরিচিতি ছিল না। তবে এখন প্রত্যেক গ্রামে ব্যাটমিন্টন খেলোয়াড় রয়েছে, খেলাও হয়। এ বছর তাদের আয়োজনে ৫৮টি দল অংশ নিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী বলেন, ‘‘গ্রামে খেলার মাঠের অভাব নেই। তবে শহরে মাঠ কমে গেছে। সুস্থ বিনোদনের ব্যবস্থাও নেই। এতে কিশোর, তরুণরা অনলাইন গেমসহ নানা বিষয় থেকে বিনোদন নেয়ার চেষ্টা করে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য তাদের প্রয়োজন খেলাধূলার মতো বিনোদন।’’


ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়