ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এডিস মশার লার্ভা :২০ হাজার টাকা জরিমানা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিস মশার লার্ভা :২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ডিএসসিসির পাঁচটি ভ্রাম্যমাণ আদালত সাতটি ওয়ার্ডের ১০৫টি বাড়ি পরিদর্শন করে।

খিলগাঁও সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাপনায় অভিযান চালানো হয়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। খিলগাঁওয়ের চারটি বাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪ নম্বর ওয়ার্ডের ১৫টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ১ নম্বর ওয়ার্ডের ১১টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৬ নম্বর ওয়ার্ডের ২০টি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ শহীদুল্লাহ ৪৬ ও ৫৪ নম্বর ওয়ার্ডের ৩৫টি বাড়ি পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেটগণ বাড়ির মালিকসহ নগরবাসীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বাড়ি, অফিস, শিক্ষাঙ্গনসহ কোনো স্থানেই যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার  আহ্বান জানান তারা।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়